Great Foundation Day of ABVP
July 08, 2024
0
আজ ৯ই জুলাই । ৭৬ বছর আগে ১৯৪৮ সালের এই দিনেই "জ্ঞান চরিত্র একতা" ধ্যান নিয়ে শুরু হয়েছিল একটি ছাত্র সংগঠনের যাত্রা । যে চারা গাছ সেদিন বপন করা হয়েছিল, আজ তা মহিরূহ হিসেবে ভারতবর্ষ শুধু নয়, এই বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। ছাত্ররা রাজনীতিবিদদের ক্রীড়ানক হবে না, বরং ছাত্র শক্তি হবে দেশের রাজনীতির নিয়ন্ত্রক, তাই "ছাত্রশক্তি রাষ্ট্রশক্তি" ধারণা বুকে নিয়ে লক্ষ ছাত্র ছাত্রী আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকার নীচে সমবেত হয়েছে এক নতুন ভারত গড়ার স্বপ্নে এবং লক্ষ্যে । সমস্ত ছাত্র সমাজ এগিয়ে এসো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকার নিচে, সমুদ্র ধৌত ভারত মায়ের চরণে নিজেকে একটি ফুল হিসেবে সমর্পণ করবার জন্য ।