শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে ইসলামিক মৌলবাদী শক্তি। হিন্দুর বাড়িঘরে হামলা ও লুটপাট , আগুন ধরিয়ে দেওয়া ও হিন্দু মহিলাদের উপরে যৌন নির্যাতনের মতো ঘটনা লাগাতার ঘটে চলেছে। বাদ যাচ্ছে না হিন্দু মন্দিরও। ইসলামিক মৌলবাদীদের হামলার শিকার হয়েছে শত শত হিন্দু মন্দির। আর এসবের প্রতিবাদে ময়দানে নামলো হিন্দু সংহতি।
গতকাল ১ ২ ই আগস্ট , সোমবার , হিন্দু সংহতির আয়োজনে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে হিন্দু সংহতির কয়েকশো কর্মী - সমর্থক উপস্থিত ছিলেন।
হিন্দু সংহতির প্রতিবাদ মিছিল পালবাড়ি বাজার থেকে শুরু হয়ে কুলতলী বাজার পর্যন্ত যায়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাস্তা। হিন্দু নির্যাতনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা কেন নীরব, এমন প্রশ্ন তোলা হয় হিন্দু সংহতির মিছিল থেকে।
এই মিছিলে স্থানীয় হিন্দু সংহতির লড়াকু নেতা মৃত্যুঞ্জয় মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সহ সভাপতি শ্রী সুজিত মাইতি ও উপদেষ্টা শ্রী রজত রায় মহাশয়।