ছবি: সভায় বক্তব্য রাখছেন সভাপতি শ্রী শান্তনু সিংহ |
গতকাল রবিবার, ১১ই জানুয়ারি অনুষ্ঠিত হলো হিন্দু সংহতির মাসিক বৈঠক। কলকাতার বড়বাজার লাইব্রেরীতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা সক্রিয় কার্যকর্তা ও কর্মীদের অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয় এই বৈঠকে।
বৈঠকে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির শীর্ষ নেতৃত্ব। সভাপতি শ্রী শান্তনু সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি শ্রী ব্রজেন্দ্রনাথ রায় ও শ্রী সুজিত মাইতি, সম্পাদক শ্রী সুন্দর গোপাল দাস এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সহসভাপতি শ্রী ব্রজেন্দ্রনাথ রায় আগামীদিনে কলকাতার রক্ষাকর্তা শ্রী গোপাল মুখার্জির স্মরণে একটি কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন যে গোপাল মুখার্জি যদি রুখে না দাঁড়াতেন, তবে কলকাতা পাকিস্তানে যেত। এছাড়াও পশ্চিমবঙ্গ দিবস নিয়েও বক্তব্য রাখেন সহসভাপতি মহাশয়।
সবশেষে বক্তব্য রাখেন সভাপতি শ্রী শান্তনু সিংহ। তিনি তাঁর বক্তব্যে মাটি ও মা-বোনের সম্মান বাঁচাতে লড়াইয়ের কথা বলেন। হিন্দুর স্বার্থে হিন্দু সংহতির কর্মীদের লড়াই করা এবং সদাসর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি। শেষে তিনবার ওঙ্কার ধ্বনি দিয়ে বৈঠক শেষ হয়।