তাঁর জীবনের স্বপ্ন বাস্তব হয়নি । বাস্তব হয়নি, কারণ মানুষটা ধর্মের দিক থেকে মুসলমান ছিলেন না । ফলে পালিয়ে আসতে হয়েছিল বাঙালি হিন্দুর জন্য তৈরি "হোম ল্যান্ড" পশ্চিমবঙ্গে । মানুষটি কোনদিন বাংলাদেশে ফিরে গিয়ে জলসিড়ি নদীর তীরে বট গাছের নিচে শুয়ে থাকতে পারেননি । বাস্তব হয়নি তাঁর স্বপ্ন - আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে ।
বাংলাদেশে ইসলামিক আতিশয্য না থাকলে জীবনানন্দ দাশ হতে পারতেন বাংলাদেশের জাতীয় কবি। কিন্তু হতে পারেননি, কারণ বিশ্বাসের দিক থেকে তিনি ছিলেন হিন্দু।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করেননি বা বাংলাদেশে কোন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েননি । কিন্তু কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হয়েছিলেন, কারণ ইসলামিক বাংলাদেশে একজন "মুসলমান" কবিকে দরকার ছিল ।
অবশ্যই কাজী নজরুল ইসলামের কাব্য প্রতিভা নিয়ে আমি কোন প্রশ্ন করতে চাইনি । শুধু বলতে চেয়েছি বাংলাদেশের ইসলামিক মানসিকতার কথা । ওরা চাইলে কবি জসীমউদ্দীনকেও বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করতে পারতেন, কিন্তু করেননি । কারণ, ওদের প্রয়োজন ছিল এটা প্রমাণ করা, "মুসলমান" কাজী নজরুল ইসলাম "হিন্দু" পশ্চিমবাংলায় অপাংতেয় ।