শ্রদ্ধা, সে তো তোমাকে রোজই জানানো হয় । স্মরণ, সে তো তোমাকে রোজই করি । আজ তোমার জন্মদিন। এই বিশেষ দিনে তোমার আশীর্বাদ নিয়েই হিন্দু সংহতির তরফ থেকে সংগঠনের ইউটিউব চ্যানেল চালু করা হবে।
আমাদের শক্তি দাও । ভীরুতা আমাদের যেন কখনও গ্রাস না করে, আমাদের চরিত্রে যেন থাকে সূর্যের দীপ্তি।
জয় মা কালী । হিন্দু সংহতি লড়াইয়ের এক নাম।